AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে মাদকসেবিদের হামলায় দুইজন আহত


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৩:০৭ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
লালপুরে মাদকসেবিদের হামলায় দুইজন আহত

লালপুরে ওয়াজ মাহফিল চত্বরে মাদক সেবনে নিষেধ করায় মাদকসেবিরা দুই যুবককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এঘটনা ঘটে। আহতরা হলেন- একই গ্রামের আয়াত আলীর ছেলে আহাদ (২০) ও রফিকুল ইসলামের ছেলে সজিব (১৯)।


আহতদের স্বজনরা জানান, উপজেলার চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করে। গতকাল প্রথম দিনের ওয়াজ মাহফিলে রাত ৯ টার দিকে বিদ্যালয়ের ছাদে উপজেলার ওয়ালিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে দ্বীপসহ কয়েকজন যুবক মাদক সেবন করছিল। বিষয়টি স্থানীয় কয়েকজন যুবকের নজরে আসলে তারা তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করে। একপর্যায়ে উভয়পক্ষই বাকবিতন্ডায় জড়ায়।


এই ঘটনার জেরে দ্বীপের নেতৃত্বে ওয়াজ মাহফিলের মাঠে ১৫/২০জন দেশীয় অস্ত্র নিয়ে আহাদ ও সজিবের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তবে অভিযুক্ত দ্বীপ এসব বিষয় অস্বীকার করে করেন। 


এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, ওয়াজ মাহফিলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!