ময়মনসিংহের সেই কলা বিক্রেতার মেয়ে মিলি পেলেন এবার একুশে পদক। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দল একুশে পদক পেয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনেকের সঙ্গে এই পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আর এই দলের একজন মিলি আক্তার।
তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশার ইউনিয়নের বারুইগ্রামে। মিলির বাবা সামছুল হক একজন কলা বিক্রেতা। পদক পাওয়ার খবরে গ্রামের বাড়িতে মিলির পরিবার খুশি হলেও এটা কী পদক তা কেউ বলতে পারেনি। তবে দেশের সবচেয়ে বড় যে পুরস্কার তা বুঝতে পেরেছেন। একুশে পদক পাওয়ার খবরে এলাকায় সচেতন সমাজে ব্যাপক আলোচনা হচ্ছে। পদক পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে মিলির বাড়িতে গিয়ে দেখা যায়, সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে রয়েছেন বড় বোন শিমু আক্তার ও বোন জামাই সাকিব। মা আনোয়ারা বেগম অন্য মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন। বাবা সামছুল হক পরের জমি চাষ করতে বাড়ির বাহিরে আছেন। এ প্রতিনিধি বাড়িতে অবস্থান করছেন, এমন খবরে কিছুক্ষণ পর আসেন মিলির বাবা।
তিনি বলেন, ‘‘হ, গত রাইত ছেড়িডা ফোন দিয়া কইছিন আব্বা আমি কাইল আরেকটা পদক পাইয়াম, দোয়া কইরো। এই সময় হেরে অনেক খুশি মনে হইছিন। আমিও আর কিছু জানতে চাইছি না। তয় ছেড়ির মন যে অনেক খুশি তা বুঝতে পারছি। সহালে টেলিভিশনে অনেকের লগে তারেও দেখছি। গলায় দেখছি কী একটা পরছে। মিলির বাবা বলেন, এইডা (একুশে পদক) কী জিনিস তা না জানলে বুজতাম পারছি এইডা বড় জিনিস।’’ মিলির বড় বোন শিমু আক্তার জানান, পদক পাওয়ার পর মিলি ফোন করে জানিয়েছে যে এটা একুশে পদক। এইটা অনেক বড় মানুষ ও প্রতিষ্ঠানে পায়। মিলির ভাগ্যে এমন পদক জুটবে তা অনেক বড় পাওনা।
সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল বলেন, অসম্ভবকে সম্ভব করেছেন আমাদের মিলি। গত কয়েক দিন আগে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য বয়ে আনছেন সম্মান। এখন আরেক পদক, যা দেশের বড় পদক একুশে পদক। এটা এলাকার ও নান্দাইলের জন্য বড় পাওনা। একটা ইতিহাস হয়ে থাকবে। মিলির স্থানীয় কোচ মো. দোলোয়ার হোসেন উজ্জ্বল বলেন, আমি যে কী খুশি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। কখন মিলির সঙ্গে দেখা হবে, তাকে কাছে পেয়ে একটু আদর করব। তার অপেক্ষায় আছি।
ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় মিলির পদক নেওয়ার দৃশ্য দেখতে ও জানতে পেরে মনটা ভরে গেছে। আগামী ২৪ তারিখ একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মিলি দুবাই যাবে। সেখানে তার দল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ খেলবে। মিলির পদক পাওয়ার খবরে খুশি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। তিনি "একুশে সংবাদ ডটকম"কে জানান, এই খবরে তিনি অনেক খুশি। এটা নান্দাইলের জন্য গর্বের। মিলি এলাকায় আসলে তাকে সংবর্ধিত করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :