AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের কলেজ ও মাদ্রাসা ইউনিট কমিটির ফরম বিতরণ ও কর্মী সম্মেলন


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৩:৫২ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের কলেজ ও মাদ্রাসা ইউনিট কমিটির ফরম বিতরণ ও কর্মী সম্মেলন

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মিঠুন কুমার দাস অদিত।


প্রধানবক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।


কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান‍‍`র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল‍‍`র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে কুড়িগ্রাম জেলার কয়েকটি কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক ছাত্রদল নেতাকর্মী অংশ গ্রহন করেন।


এসময় কর্মীরা ত্যাগীদের মূল্যায়ন করে, আগামীদিনে ছাত্রদলের সকল কলেজ ও মাদ্রাসা ইউনিট কমিটির পদ পদবি প্রদানের দাবি জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!