খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা জিয়া পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙা উপজেলা জিয়া পরিষদের উদ্যােগে চৌধুরী কমিউনিটি সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি রবিউল আলমের সঞ্চালনায় ও উপজেলা জিয়া পরিষদের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সভাপতি মোজাম্মেল হক, বিশেষ অতিথি মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি,বিশেষ অতিথি মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।
সভায় বক্তরা বলেন, ৫ আগষ্ঠের ছাত্রজনতার গন অভ্যাুথানের মধ্যে দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে। যাদের আত্মত্যাগ ও পঙ্গুত্ব বরণের কারনে এ নতুন দিগন্তের উন্মোচন হলো তাদেরকে প্রাণভরে কৃতজ্ঞতা জানাচ্ছি। ২০০৬ সাল থেকে আমরা কঠিন সময় পার করেছি,বিএনপি করার করানে শ্রমিকদের কাজ দেয়া হয় নাই,ড্রাইভারদের গাড়ী চালাতে দেয়া হয়নি,অনেক নির্যাতন,নিপিড়ন সজ্য করতে হয়েছে। আমরা আগামী প্রজন্মকে সুন্দর সুস্থ ধারার রাজনীতি উপহার দিয়ে যেতে চাই।
বক্তরা আরো বলেন, জিয়া পরিষদ মুলত একটি পেশাজীবি সংগঠন। যারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন তারাই এ সংগঠনের দায়িত্ব নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবেন। দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে এ বার্তা পৌছে দেবার চেষ্টা করবেন। সকল বাধাবিপত্তি অতিক্রম করে নিজ নিজ দায়িত্ব পালনের মধ্য দিয়ে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা ভোটের রাজনীতি নয় মানুষের ভালোবাসা ও আস্তা অর্জনের রাজনীতি করতে চাই। দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতি বদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক শিউলি বিশ্বাস,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক বেলাল হোসেনসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :