AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইমরান আকন্দের লেখা গ্রন্থ একজন আবু সাঈদ : একটি গণঅভ্যুত্থান


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৫:৩৯ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ইমরান আকন্দের লেখা গ্রন্থ একজন আবু সাঈদ : একটি গণঅভ্যুত্থান

একুশে গ্রন্থ মেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে নরসিংদীর লেখক গবেষক ও প্রকৌশলী ইমরান আকন্দের নতুন গবেষণা গ্রন্থ "একজন আবু সাঈদ :একটি গণঅভ্যুত্থান "। রিদম প্রকাশনা সংস্থা থেকে এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে এই গ্রন্থটি। গ্রন্থটির প্রকাশক গফুর হোসেন, প্রচ্ছদ করেছেন ইকবাল হোসেন সানু।

ইমরান আকন্দ বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদকে নিয়ে অল্পদিনেই বিস্তর লেখালেখি হয়েছে।তাঁর বীরত্ব গাথার পাশাপাশি অনেকেই ছড়িয়েছেন বিভিন্ন প্রোপাগান্ডাও।কথা তুলেছেন তাঁর মৃত্যু নিয়ে।সে থেকেই জনসম্মুখে সঠিক ইতিহাস তুলে ধরার তাগিদ অনুভব করি। শুরু করি আবু সাঈদকে নিয়ে গবেষণার কাজ। ঢাকা টু রংপুর বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরে সংগ্রহ করি তথ্য ও লেখার ম্যাটারিয়ালস।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে গল্পের মতো করে লিখতে চেষ্টা করি আবু সাঈদের জীবন ও চব্বিশের গণ-অভ্যুত্থানের কথা।

‍‍`একজন আবু সাঈদ: একটি গণ-অভ্যুত্থান‍‍` বইটিকে দুইটি অধ্যায়ে বিন্যস্ত করা হয়েছে। প্রথম অধ্যায় ‍‍`একজন আবু সাঈদের গল্প‍‍`,যেখানে পাঠক খুঁজে পাবেন আবু সাঈদের পরিবার ও তাঁর ছোট্ট জীবনের জানা-অজানা বিস্তর গল্প।জানতে পারবেন শহিদ আবু সাঈদের জীবন ও মৃত্যু নিয়ে সকল প্রশ্নের উত্তর।দ্বিতীয় অধ্যায়ের নাম ‍‍`চব্বিশের গণ-অভ্যুত্থান‍‍`,যেখানে পাওয়া যাবে কোটা সংস্কার আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানের আদ্যোপান্ত।

বইয়ের পরিশিষ্টে আবু সাঈদের জীবনপঞ্জি,সাঈদ সম্পর্কে তাঁর সহপাঠী, শিক্ষক ও বুদ্ধিজীবীদের মূল্যায়নধর্মী লেখা এবং শহিদ জননী  মনোয়ারা বেগমের সাক্ষাৎকার সংকলিত করেছি,যা বইটিকে পাঠক সমাজে আরো গ্রহণযোগ্য করে তুলবে বলে আশাকরি।

ইমরান আকন্দের জন্ম ১৯৯২ খ্রিস্টাব্দের ১৬ মে, নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাবলা গ্রামে।পিতা মরহুম এমদাদুল হক আকন্দ (মাস্টার), মা ফাতেমা বেগম।সাহিত্য আন্দোলনে তারুণ্য শক্তির একনিষ্ঠ কর্মী হিসেবে ব্যাপক পরিচিতি তাঁর। ছাত্র জীবন থেকে সাহিত্য-সাংস্কৃতিক ও সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পেশায় পুর-প্রকৌশলী হলেও নেশায় আপাদমস্তক একজন লেখক। নিয়মিত লিখছেন এপার-ওপার বাংলার বিভিন্ন ম্যাগাজিন ও সাহিত্য পত্রিকায়। আগ্রহের বিষয় বিভিন্ন গণআন্দোলন, ইতিহাস, ফোকলোর ও সংগীত-সংস্কৃতি। তাঁর রচিত বইয়ের সংখ্যা ছয়। এর মধ্যে বিপ্লবী নূর হোসেন, শামসুর রাহমান: কাব্য ও জীবন উল্লেখযোগ্য।‍‍` বিপ্লবী নূর হোসেন‍‍` গ্রন্থের জন্য পেয়েছেন ‍‍`ইউএসএ- বাংলা আন্তর্জাতিক সাহিত্য পদক।‍‍`

‍‍`একজন আবু সাঈদ: একটি গণঅভ্যুত্থান‍‍` বইটি অমর একুশের গ্রন্থমেলা ২০২৫ এ পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে রিদম প্রকাশনা সংস্থার ৪৭-৪৮ নম্বর স্টলে।তাছাড়া বইটি ঘরে বসে অর্ডার করতে পারবেন রকমারি ডট কমে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!