টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পরিষদ হল রুমে যুব বিভাগের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা যুব বিভাগের সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার কার্যপরিষদ সদস্য অধ্যক্ষ মুন্তাজ আলী সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীদিনে কোন জুলুমবাজ , সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের এই বাংলার জমিনে ঠাঁই দেয়া হবে না। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে সকল জনগনের দোরগোড়ায় গিয়ে সকল নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এ সম্মেলনে আরোও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী( যুব বিভাগ)’র টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাওলানা বুরহানুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখা’র আমীর অধ্যাপক মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী পৌর শাখা’র সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন, সেক্রেটারী মো. শরীফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা যুব বিভাগ ২০২৫ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন কে সভাপতি ও যদুনাথপুর ইউনিয়ন শিবিরের সেক্রেটারী বাবুল রানা কে সেক্রেটারী করে ১৬ সদস্যের কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখা’র আমীর অধ্যাপক মিজানুর রহমান।
সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা, পৌরশাখা সহ বিভিন্ন ইউনিয়য়ন ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :