গাজীপুরের শ্রীপুরে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমদে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা প্রশাসন, শ্রীপুর পৌরসভা এবং শ্রীপুর সাহিত্য পরিষদ যৌথভাবে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। তিন দিনব্যাপী এ মেলা আগামী ২৩ ফেব্রুয়ারি (রবিবার) পর্যন্ত চলবে।
মেলায় ১৩টি স্টলে জুলাই বিপ্লব প্রকাশনী, চারুলিপি প্রকাশনী, লেখা চিত্র, দলছুট, অন্বেষা বই ঘর, বইমেলা, শব্দশিল্প, কোয়ান্টাম ফাউন্ডেশন, নির্মাণ শিল্প সংগ্রহশালা, শ্রীপুর সাহিত্য পরিষদ, কালের সকাল, নাহার আক্কাস, অবিশ্রান্ত প্রকাশনী রয়েছে।
শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিষ্টার ড. মুহসীন মুনীর, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক সেলিম মোল্লা, নর্দান বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ইসরাফিল হোসেন, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন, শ্রীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা পারভীন। মেলা উদ্বোধন শেষে অতিথিরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং মেলায় আগত লেখক, পাঠক, প্রকাশক ও স্টল মালিকদের সাথেও মতবিনিময় করেন।
বিকেলে মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গণ অভ্যূত্থান’ ২০২৪ ছাত্র জনতার ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক প্রতিযোগীতা (নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি) এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
দ্বিতীয় দিনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম মাষ্টার, বরেণ্যে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম আকন্দ।
এদিন দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার, বরেণ্যে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী।
তৃতীয় দিনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীপুর উপজেলা জামায়েতে ইসলামীর আমির মাওলানা মো: নূরুল ইসলাম, বরেণ্যে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীপুর উপজেলা জামায়েতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী আবুল কালাম আজাদ।
এদিন দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী ও গবেষক (একুশে পদকপ্রাপ্ত) ফেরদৌস আরা, প্রধান আলোচক থাকবেন গীতিকার ও গবেষক শহীদুল্লাহ ফরায়জী, বরেণ্যে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক টেলিযেগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের উপ-পরিচালক ড. সেলিম রেজা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :