বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা তাঁতী দলের আয়োজনে পৌর শহরের ভাসানী মিলনায়েতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি বের হয়। র্যালিটি জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সিরাজগঞ্জ জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠনে বক্তারা খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ বাংলাদেশের তাঁতীদের মান উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :