AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শার্শায় ছিনতাইকারির হাতে আহত রোকনের মৃত্যু


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:৪২ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
শার্শায় ছিনতাইকারির হাতে আহত রোকনের মৃত্যু

শার্শার উলাশীতে মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত রোকন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার
মৃত্যু হয়।

রোকনের শ্যালক রুহুল আমিন জানান, ঘটনার দিন আহত রোকনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি দুই দিন চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে তাকে ভর্তি না নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২ টার পরপরই তার মৃত্যু হয়।

এদিকে শনিবার সকালে মরদেহ গ্রামের বাড়ি বাগআঁচড়া পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নামে। পরে শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে বাগআঁচড়া গ্রামের রোকন তার শ্যালক রুহুল আমিনের ফিড ব্যবসার পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে নাভারণ থেকে বাগআঁচড়া যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে কুপিয়ে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পর এলাকার জনতা হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চােিলয় পালিয়ে যাওয়া আরও দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করে। পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার হয় এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!