অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাব লাইব্রেরীর উদ্বোধন হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ভাঙ্গুড়া প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে লাইব্রেরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা. নাজমুন নাহার।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, ‘মননশীলতার চর্চা করতে হলে বই পড়ার বিকল্প নেই। যে লাইব্রেরী উদ্বোধন হলো, সেটার মাধ্যমে বই পড়ার প্রতি সাংবাদিকদের মাঝে ঝোঁক ও আগ্রহ সৃষ্টি হবে। এই উদ্বোধনকে ভাঙ্গুড়া প্রেসক্লাবের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ভাঙ্গুড়া পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী এবং ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
এসময় ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা, প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুজ্জামান সবুজ, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনছারী, তথ্য ও যোগাযোগ সম্পাদক সফিক ইসলাম, কল্যাণ সম্পাদক মিনু রহমান খান, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য সম্পাদক মামুনুর রশীদ, সদস্য এস এম নাহিদ হাসান, শাহিবুল ইসলাম পিপুল ও হাসিনুর রহমান উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :