নওগাঁর মান্দায় প্রতিবছরের ন্যায় এবারও নিভৃত পল্লী মসিদপুর গ্রামে ১৩তম অনন্য বই মেলার আয়োজন করা হয়েছে। শনিবার মসিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপি এ বই মেলার আয়োজন করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগার’।
সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করেন কৃষ্টিবন্ধন বাংলাদেশ জাতীয় কমিটির সভাপতি ও যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংবাদ পাঠক, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী আজহারুল ইসলাম রনি।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নজরুল-ভাবুক, কবি ও সাংবাদিক এবং নড়াইল অগ্নিবীণা সংসদের চেয়ারম্যান এইচএম সিরাজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি মোজাম্মেল হক, মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ।
মহান ভাষা শহিদদের স্মরণে শনিবার সকাল ৯টা থেকে বই মেলা শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। দিন ব্যাপি এ মেলায় রাজশাহী ও স্থানীয় ৯টি বইয়ের স্টল অংশ নেয়। বইমেলার পাশাপাশি আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প বলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মান্দা, নিয়ামতপুর ও রাজশাহীর তানোর উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত হাজার শিক্ষার্থীদের আগমনে মিলন মেলায় পরিনত হয় বই মেলা চত্বর।
অনুষ্ঠানের শুরুতে ‘আলোর মিছিল-২’ নামের একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। শেষে কবিতা আবৃতি, কৌতুক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ ১৯জন কৃতি শিক্ষার্থীকে ইমাজ উদ্দিন মেমোরিয়াল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :