বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা একতা তরুণ সংঘের উদ্যোগে হাডুডু ফাইনাল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি`র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর পৃষ্ঠ পোষকতায় মুন্ডপাশা আনোয়ারা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২২ ফেব্রুয়ারি শনিবার বিকাল চারটায় ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল টুর্নামেন্টে উজিরপুর পৌরসভা একাদশকে হারিয়ে ০১ গোলে শিকারপুর একাদশ বিজয় লাভ করেন।
সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি কাজী মাহবুব (ধলুর) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের সাবেক ভিপি কাজী এমদাদুল হক মিলন, সরকারি বি এম কলেজের সাবেক বাকসু সম্পাদক ও বরিশাল জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক, উজিরপুর ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান লিখন, উজিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ পনির খান।
এ সময় উপস্থিত ছিলেন- জাহিদুল ইসলাম সাজু, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি`র যুগ্ন আহবায়ক সর্দার সিদ্দিকুর রহমান। হাডুডু টুর্নামেন্ট পরিচালনা করেন শিকারপুর ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মহাসিন হাওলাদার। ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্ট উপভোগ করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক মাঠের কানায় কানায় ভরে যায়। খেলা শেষে বিজয়ীদের হাতে ফ্রিজ তুলে দেন অতিথিবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :