জাতীয়তাবাদী যুবদল, মুকসুদপুর পৌর শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ফেব্রুয়ারি) বিকালে মুকসুদপুরের কমলাপুর মুন্সি বাড়ি প্রাঙ্গণে মুকসুদপুর পৌর যুবদলের ৭ ও ৮ নং ওয়ার্ড এ মত বিনিময় সভার আয়োজন করে।
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুজ্জামান লিটনের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শফিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইকরাম মিয়া, যুব ও ক্রীড়া মোঃ সেন্টু শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিব শরীফ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আনিচুর রহমান, মিলন মিয়া, সদস্য মোঃ নিশাম মিয়া, অনুপম সরকার, মোঃ তাজু সরদার, ৪ নং ওয়ার্ডের সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মানুন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :