AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত


Ekushey Sangbad
মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর
০৯:৩৬ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
সদরপুরে  কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার  জয়বাংলা বাজার মাঠে  কৃষক  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ্য কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৪টায় চরবিষ্ণপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 


সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।সমাবেশে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা কৃষকদলের সভাপতি ফজলুর রহমান বাবুল, সাধারন সম্পাদক আসাদ মৃধার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর-৪ (সদরপুর, ভাংগা, চরভদ্রাসন) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।   

অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক  ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্য চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল হক, ভাংগা উপজেলা বিএনপি সভাপতি ও ফরিদপুর-৪ আসনের সাবেক বিএনপি মনোণীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম, সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুতজামান বদু, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম কবির মোল্যা, ফরিদপুর জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মুন্সী জহুরুল হক,  যুবদল নেতা শিকদার নাজমুল হোসেন  রাজু।

 
সমাবেশে আরো উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলাসহ বিভিন্ন উপজেলার বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশে প্রধান বক্তা শহীদুল ইসলাম বাবুল বলেন, আগামীতে সদরপুর চরভদ্রাসন ও ভাংগা এলাকায় জনগনের সম্পদ লুন্ঠনকারীদের আর ক্ষমতায় বসতে দেওয়া হবেনা। যারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, জনগনের অর্থ হাতিয়ে নিয়েছে তাদের কে প্রতিহত করতে হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!