কোটচাঁদপুরে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে যুবলীগের দুই নেতা আটক হয়েছেন। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আটক করা হয় এবং পরে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দয়ারামপুর গ্রামের মৃত তাহাজ্জেদ বিশ্বাসের ছেলে। এছাড়াও বাবুল আহম্মেদ (৫০) লক্ষিপুরের বাজার থেকে আটক হন। তিনি দোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। লক্ষিপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান তাদেরকে আটক করেন।
লক্ষিপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, আটককৃত আব্দুল মালেক (৫৩) রবিবার দুপুরে সাবদারপুর বাজার থেকে দয়ারামপুরে বাড়ি ফিরছিলেন। আর ঐ সময় তাকে দয়ারামপুর বাজারের পাশ থেকে আটক করা হয়। তিনি দোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। এছাড়াও বাবুল আহম্মেদ (৫০) লক্ষিপুরের বাজার থেকে আটক হন। তিনি দোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, তাদেরকে আটক করে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে কারণ এ থানায় ওই সংক্রান্ত কোনো মামলা নেই।
উল্লেখ্য, কোটচাঁদপুরে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে এর আগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং কোটচাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে আটক করা হয়েছে।
একুষে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :