মাগুরার শ্রীপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন আটক করা হয়েছে। শনিবার (২২শে ফেব্রুয়ারি) রাতে মাগুরার শ্রীপুরে অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী জানিয়েছেন, তিনি ও তার সহযোগী এসআই জাহিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স শনিবার (২২শে ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে উপজেলার কালিনগর গ্রাম থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিবুর রহমানের ছেলে আলতাফ হোসেন (৪৭) এবং একই উপজেলার তখনপুর গ্রাম হতে আমির মন্ডলের ছেলে প্রিন্স (২৫) ও সোনাইকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে সবুজ মোল্লা (২৪) তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
অফিসার ইনচার্জ জানান, সাজাপ্রাপ্ত আসামি বাদে বাকি দুজনের বিরুদ্ধে মাগুরা বিজ্ঞ আদালতে নিয়মিত সিআর মামলা রয়েছে।
একুষে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :