AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদমদীঘিতে ট্রাক্টরের মাটিতে সড়কে কাদা, ঝুঁকি নিয়ে যান চলাচল


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৬:৫০ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
আদমদীঘিতে ট্রাক্টরের মাটিতে সড়কে কাদা, ঝুঁকি নিয়ে যান চলাচল

সত্তর হাজার টাকা জরিমানা করার পরও প্রশাসনকে তোয়াক্কা না করে রাতের আঁধারে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে চলছে পুকুর খনন ও তিন ফসলী জমি ভরাটের মহাউৎসব। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সামান্য বৃষ্টির কারণে আদমদীঘি-আবাদপুকুর আঞ্চলিক সড়কে ট্রাক্টর থেকে পড়া মাটিতে কাদায় পরিণত হয়েছে। শুধু এই আঞ্চলিক সড়ক নয় উপজেলার বিভিন্ন সড়কে এমন চিত্র দেখা গেছে। ফলে এসব সড়ক দিয়ে যানচলাচল ও পায়ে হেঁটে যাতায়াতকারীরা পড়েছেন চরম ভোগান্তিতে। আদমদীঘি-আবাদপুকুর সড়কের পাঁল্লা গ্রামের ইট সোলিং এক কিলোমিটার সড়ক থেকে শুরু করে আদমদীঘি রেলওয়ে ষ্টেশন পর্যন্ত কাদায় পিচ্ছিল হয়ে গেছে। এতে করে ছোট বড় নানা ধরনের দূর্ঘটনা ঘটছে বলে জানা গেছে।


এলাকাবাসীরা জানান, আদমদীঘি-আবাদপুকুর আঞ্চলিক সড়ক সহ উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে প্রতিদিনই রাতের আঁধারে পুকুর খনন করে ট্রাক্টর দিয়ে মাটি বহন করা হয়। এসব গাড়িতে মাটি বহনের উপরে ঢাকনা ব্যবহার না করায় প্রতিনিয়ত গাড়ি থেকে সড়কে পড়ে যায় মাটি। যার ফলে রোদে ধুলা আর বৃষ্টিতে কাদার সৃষ্টি হয়। ফলে পিচ্ছিল এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ ছোটখাটো যানবাহনে চলাচলকারীরা ধীরগতিতে যাতায়াত করছে। এছাড়া পাঁল্লা গ্রামের এক কিলোমিটার সড়কে বর্তমানে হেটেও চলাও এখন দুষ্কর। এতে করে ওই এলাকার শত শত মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।


স্থানীরা আরও জানান, উপজেলা সদরের পাঁল্লা গ্রামের এক ব্যক্তি তার পুকুর খনন করে রাতের আঁধারে মাটি বিক্রি করে আসছেন। এই খবর উপজেলা প্রশাসনের নিকট পৌছলে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ওই পুকুর মালিক ও এক্সেভেটর চালকের ৭০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা করার পর কিছু দিন মাটি কাটা বন্ধ থাকলেও কয়েক দিন পার হতে না হতেই তারা পুনরায় মাটি কাটা শুরু করে। এ ঘটনায় এলাকাবাসী বার বার প্রশাসনকে অবহিত করার পর তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি।


সিএনজি চালক সাগর হোসেন বলেন, বৃষ্টির পানি পড়া মাত্র সড়ক কাদায় পিচ্ছিল হয়ে যায়। এসময় খুবই সর্তকতার সহিত গাড়ি চালাতে হয়। ট্রাক্টর দিয়ে মাটি বহনে সড়কে পড়া মাটিতে এখন মরণ ফাঁদ তৈরি হয়েছে।


সদর ইউনিয়নের পাঁল্লা গ্রামের আছির উদ্দিন জানান, চলমান ও মৌসুমে আমাদের মোটরসাইকেল চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়। রোদে ধুলায় গাড়ির সামনে কিছুই দেখা যায় না। অন্যদিকে বৃষ্টিতে কাদায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছেই।


এ ঘটনায় সহকারি কমিশনার ভ‚মি মাহমুদা সুলতানার কাছে জরিমানা করার পর কিভাবে পুনরায় রাতের আঁধারে মাটি কেটে ট্রাক্টর দিয়ে মাটি বহন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে এমন প্রশ্ন করলে সহকারি কমিশনার ভ‚মি বলেন, আমি মিটিং এ আছি পরে কথা বলবো বলে বিষয়টি এরিয়ে যান।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, পুকুর খননকারীদের বার বার নিষেধ করার পর রাতের আঁধারে এভাবে মাটি বহন করে রাস্তায় দূর্ভোগ সৃষ্টি করেছে। আমরা সরজমিন পরিদর্শন করে প্রয়োজনী ব্যবস্থা নেব।

 

একুষে সংবাদ/বিএইচ

Link copied!