AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে ছাত্র শিবিরের আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৭:০৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
কালীগঞ্জে ছাত্র শিবিরের আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে কালীগঞ্জে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিন ব্যাপী কালীগঞ্জ শ্রমিক সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে ইসলামী ছাত্র শিবির কলেজ শাখার আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো.খায়রুল হাসান। প্রধান অতিথি লাল ফিতা কেটে প্রকাশনটির উদ্বোধন করেন। 


এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. মো. তাজুল ইসলাম,উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাজী মো. আফতাব উদ্দিন, ইসলামী ছাত্র শিবির কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জামায়াতের নেতৃবৃন্দসহ প্রমুখ।


প্রকাশনা উৎসবে মোট ৬টি স্টল স্থাপন করা হয়েছে। এছাড়া উৎসবে শিবিরের সমর্থক হওয়া ও বই পড়ার জন্য আলাদা কর্ণার বসানো হয়। উৎসবে স্থলে আগত শিক্ষার্থীদের জন্য শিবিরের পরিচিতি বিষয়ক বিভিন্ন স্টিকার ও লিফলেট উপহার দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে প্রকাশনা উৎসবে শিক্ষার্থীরা তা উপভোগ করেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয় ভিত্তিক বই ও সকল শহীদদের পরিচিতি প্রকাশনায় তুলে ধরা হয়েছে। 


ইসলামী ছাত্র শিবির কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা উৎসবের আয়োজন করেছি। যাতে শিক্ষার্থীরা ছাত্র শিবিরের প্রকৃত কার্যক্রম ও আদর্শ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। ছাত্র শিবির একটি আদর্শিক প্রতিষ্ঠান। বিগত সরকারের আমলে শিবিরের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। কিন্তু এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে আমাদের কার্যক্রম মানব জাতির কল্যাণে।


উল্লেখ যে, পরে সন্ধায় প্রজেক্টেরের মাধ্যমে জুলাই বিপ্লবের ডকুমেন্টারী প্রদর্শন করা হবে।

 

একুষে সংবাদ/বিএইচ

 

 

Link copied!