শ্রীমঙ্গল হতে চোরাই হয়ে যাওয়া একটি সোজুকি জিক্সার এসএফ মটোরসাইকেল সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজন চোরকে আটক করেছে। এর মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তী মূলক জবানবন্ধী দিয়েছে।
আটককৃত চোর হল সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম আটগ্রাম এলাকার শামসুল আলমের ছেলে ১. কামিল আহমদ (৪২), শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গাজীপুর এলাকার ওয়াজেদ মিয়ার ছেলে ২. ছালাম মিয়া (২৩) ও একই এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে ৩. সুমন আহমদ (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়,শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার এলাকার সুনিল কান্তি বিশ্বাস এর ছেলে শৈলেন্দ্র কান্তি বিশ্বাস এর একটি দামি সোজুকি জিক্সার এসএফ মটোরসাইকেল গত ২১ শে ফেব্রুয়ারী গভীর রাতে বসত ঘরের কলাবসিবল গেইটের তালা ভেঙে চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরী করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত শনিবার রাতে সিলেট মহানগর নওয়াপাড়া এলাকায় ১ নং চোরের কবল থেকে সাইকেলটি উদ্ধার করা হয়। পরে ১ নং চোরের স্বীকারোক্তীতে বাকী চোরদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ১ নং চোর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তী মূলক জবানবন্দিি দেয়। এসময় চোরের কবল থেকে নগদ সাড়ে ৫ হাজার টাকা ও গেইট ভাঙার সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় ওসি আমিনুল ইসলাম জানান,অভিযোগ পেয়ে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত সাইকেলটি উদ্ধার ও এ ঘটনায় সরাসরি জড়িত থাকায় তিন জন চোরকে আটক করতে সক্ষম হই। এসময় তিনি আরও বলেন,ট্রাকিং ডিভাইস প্রত্যেকটি দামি যানবাহননে লাগানো থাকলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া যায়।
একুষে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :