AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশ উপজেলা হবে সন্ত্রাস ও মাদকমুক্ত : নতুন ওসি


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৭:৪৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
পলাশ উপজেলা হবে সন্ত্রাস ও মাদকমুক্ত : নতুন ওসি

মাদক ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার নিয়ে পলাশ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ৬ ফেব্রুয়ারি যোগদান করেছেন মো: মনির হোসেন। তিনি নতুন কর্মস্থলে যোগদানের পর পলাশ উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। খুব সহসাই পলাশ থানা এলাকায় মাদক ও সন্ত্রাস জিরো টলারেন্সেে নিয়ে আসবেন বলেও সাংবাদিকদের এ কথা জানান ওসি মো: মনির হোসেন।

পলাশের সুশীল সমাজের নাগরিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক,ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা যখন মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই ওসির নিকট দাবী জানিয়েছেন। তখন তিনি সবাইকে আসস্ত করেন মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে তার অবস্থান থাকবে জিরোট্রলালেন্স। পলাশ উপজেলার সবার সহযোগিতা কামনা করে সকল অপরাধমূলক কর্মকাণ্ড দমনে চলমনান অভিযান অব্যাহত রাখবেন বলে জানান ওসি মনির হোসেন।

তিনি আরও বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধী ছাড়া তার দরজা সকলের জন্য উন্মুক্ত। যে কোন ব্যক্তি সন্ত্রাস, চাঁদাবাজিসহ অপরাধীদের দ্বারা কোন হয়রানির শিকার হলে এর প্রতিকারের জন্য আইনি সহায়তায় থানার দ্বারস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য থানার অফিসারদের নির্দেশ প্রদান করা হয়েছে। থানায় যে কোন বিষয়ে বা যে কোন ঘটনায় যদি জিডি বা মামলা করতে হয় এই জন্য কোন টাকা পয়সা কাউকে দিতে হবে না ।

তিনি বলেন, যদি কেউ এই ব্যাপারে টাকা-পয়সা চায় তাহলে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে এই জন্য পুলিশকে পুনর্গঠন করতে আমরা বর্তমানে স্বচ্ছতার সাথে কাজ করছি বলেও জানান তিনি।


ওসি মো: মনির হোসেন জানান, আমি এই থানায় যোগদান করার পর ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার ঘটনায় করা এক মামলায় তরুন গ্রেপ্তার, মাদক উদ্ধারসহ গ্রেপ্তার, ছিনতাইকারী গ্রেপ্তার, পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও  নৈরাজ্যকারীদের বিরুদ্ধে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। এসব অপরাধের সাথে জড়িত মোট ২৯ জনকে গ্রেপ্তার করে আদালত সোপর্দ করা হয়। পলাশ থানা জুড়েই পুলিশের এ কার্যক্রম চলনান থাকবে।

ওসি আরও বলেন, পূর্বে কি ঘটেছে সেই ঘটনা নিয়ে পুলিশকে মূল্যায়ন করা ঠিক হবে না। বর্তমানে পুলিশ জনগণের জন্য কি কাজ করছে সেটা দেখতে হবে। বিগত ১৬ বছরের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয় । বর্তমান পুলিশ জনগণের পুলিশ। জনগণের সেবক হয়ে কাজ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। থানাশ এসে যাতে কোন লোক হয়রানির শিকার না হয় সেজন্য কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, পলাশ থানায় যোগদানের আগে ওসি মো: মনির হোসেন ২০১৬ থেকে বিগত ৯ বছর পিবিআইতে ছিলেন এবং সুনাম ও;স্বচ্ছতার সহিত কাজ করেছেন। ১৯৯৩ সালে পুলিশে যোগদান করা কুমিল্লা জেলার বাসিন্দা পুলিশ পরিদর্শক মোঃ মনির হোসেন পুলিশের বিভিন্ন দপ্তরে নিষ্ঠার সাথে স্বীয় দায়িত্ব পালন করছেন। পলাশ থানায়ও একইভাবে তার কর্মের কৃতিত্বের স্বাক্ষর রাখবেন এটাই পলাশবাসীর প্রত্যাশা ।

 

একুষে সংবাদ/বিএইচ

Link copied!