AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈশ্বরগঞ্জে একইদিনে দুইজনের আত্মহত্যা


Ekushey Sangbad
তাপস কর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
০৮:২৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঈশ্বরগঞ্জে একইদিনে দুইজনের আত্মহত্যা

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় একইদিনে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার উপজেলার জাটিয়া ও বড়হিত ইউনিয়নে এদুটি আত্মহত্যার ঘটনা ঘটে। এঘটনায় এলাকাবাসী শোকস্তব্ধ হয়ে পড়েছে। 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের টংটংগিয়া গ্রামের মৃত আব্দুল গনি খানের পুত্র সুজন খান (৪৮) ঋণের চাপে অভাবের তাড়নায় বিষপানে ও বড়হিত ইউনিয়নের ধৈরত ভোলসোমা গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

জাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য নয়ন মিয়া জানান, কিছুদিন পূর্বে সুজনের একটি অটো রিক্সা চোরে নিয়ে যায়। পরবর্তীতে ঋণ করে একটি রিক্সা ক্রয় করেন। সে রিক্সাটিও কয়েকদিন পূর্বে সোহাগী বাজার থেকে চুরি করে নিয়ে যায়। এতে ঋণের চাপে অভাবের তাড়নায় আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন। সাদিয়া আক্তারের পরিবার সূত্রে জানা যায়, ৩/৪ মাস ধরে সাদিয়া মানসিক রোগে ভোগতেছিলেন। সে বাড়িতে চিল্লাপাল্লা করতো ও রাতে ঘুমাতো না।

বাবা মা সকালে খাওয়া দাওয়া করে কৃষি জমিতে লাউ এর বীজ রুপন করতে যান। পরে সাদিয়ার মা বাড়ীতে এসে ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে দরজা জানালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে দেখতে পায় সাদিয়া তার পরনের ওরনা দিয়ে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। খবর পেয়ে উভয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আত্মহত্যার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। তিনি আরো বলেন, মানসিক চাপ বা হতাশা নিয়ে কাউকে একা না রেখে তাদের সহায়তা করতে। এবং সবাইকে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার এবং যাতে করে কেউ আত্মহত্যার পথ বেচে না নেন এ ব্যপারে একে অপরকে মানসিক সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

 

একুষে সংবাদ/বিএইচ

Link copied!