খুলনা বিভাগের ৫ জেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় নিয়মকানুন পরীক্ষা করতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সংস্থাটির ৬টি টিম এই তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এ সময় ১২টি প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। কোনো প্রতিষ্ঠান সরকারি মূল্য তালিকা লঙ্ঘন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিও দেওয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সদর থানার শামছুর রহমান রোড এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা মহানগরীর খানজাহান আলী রোড ও ময়লাপোতা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকায় ১টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে জীবননগর উপজেলার জীবননগর বাজারে ১টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার আবেদের হাট বাজারে ২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজারে ৫টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনো প্রকার অনিয়ম বা মূল্য লঙ্ঘন করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
একুষে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :