সারাদেশে হওয়া ধর্ষণ ও হত্যাকান্ডের যথাযথ বিচার,ধর্ষণকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি ফাঁসি ও নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে দাবিতে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩টায় শ্রীনগর সরকারী কলেজে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাকবাংলোর সামনে এসে শেষ হয়।
এসময় শ্রীনগর সরকারী কলেজে সাধারণ শিক্ষার্থীরা সারাদেশে হওয়া ধর্ষণ ও হত্যাকান্ডের যথাযথ বিচার, ধর্ষণকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি ফাঁসি ও নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষকদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
একুষে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :