সদ্যঘোষিত শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে শেরপুর সদর থানা ছাত্রদল৷
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর শহরের কলেজ মোড় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে খোয়াড়পাড় শাপলা চত্বরে এসে শেষ হয়।
সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ এর নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ মির্জা। এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন স্তরের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে আগত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটিতে মামুন অর রশিদ (মামুন) আহ্বায়ক, নিয়ামুল হাসান আনন্দ সদস্য সচিব ও মো: সাইদুল ইসলাম সানিকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
একুষে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :