সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের বন্দরে শাহ সিমেন্টের মিক্সার গাড়ির দুর্ঘটনা সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটে। যেখানে চালক ও হেলপার মারাত্মকভাবে আহত হন এবং একটি প্রাইভেটকার অল্পের জন্য রক্ষা পায়।
এ ধরনের দুর্ঘটনা নতুন নয়; অতিরিক্ত লোড, উচ্চ গতি এবং চালকদের বেপরোয়া আচরণের কারণে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা বাড়ছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢামেক হাসপাতালে প্রেরণ করার নির্দেশ দেন। আহত মিকচার গাড়ী চালক রুবেল ( ৪০) এর নাম জানা গেলেও অপর জখমপ্রাপ্ত হেলপারের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। দূর্ঘটনাস্থলে হাশেম মিয়ার একটি চায়ের দোকন ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টা থেকে পৌনে ৫টায় সময় মদনপুর থেকে মদনগঞ্জ গামী (ঢাকা মেট্রো শ- ১৩-২২৭০) শাহ সিমেন্টের গাড়ী চালক রুবেল চোখে ঘুম নিয়ে বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে যাওয়ার সময় হাজীপুর বাসস্ট্যান্ডের সামনে নিয়ন্ত্রন হারিয়ে মদনপুরগামী সাদা রং এর ঢাকা মেট্রো গ ১১-৩০৭৪ নাম্বারের প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে খাদে পরে যায়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্থ্য প্রাইভেটকার ও চালক সাদ্দাম (২৮)কে আটক করে থানায় নিয়ে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ প্রাইভেটকার চালক থানা হাজতে আটক আছে বলে অপর একটি সূত্রে জানা গেছে।
সড়ক দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ, ট্রাফিক আইন মেনে চলা এবং নিয়মিত তদারকি অত্যন্ত জরুরি। প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :