ঢাকার সাভারে পাকিজা ডায়িং কারখানার একটি গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পাকিজা কারখানার গুদাম ঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই সময় প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে চামড়া শিল্প নগরীর আরও ২টি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় এক ঘণ্টা পর, সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :