AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদা না পেয়ে দফায় দফায় হামলা, ভাংচুর লুটপাটে আহত- ৬


Ekushey Sangbad
মামুন হোসাইন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
০৩:৫০ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
চাঁদা না পেয়ে দফায় দফায় হামলা, ভাংচুর লুটপাটে আহত- ৬

ভোলার চরফ্যাশনে দাবীকৃত চাঁদা না পেয়ে ইটভাটায় দফায় দফায় হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দ্বিতীয় দফার হামলায় নারীসহ ৬জন আহত হয়েছে। স্বজন ও স্থায়ীরা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রিফাত ঝিকঝিক ব্রিকস নামের ইটভাটায় এ হামলার ঘটনা ঘটে।


এসময় হামলাকারীদের মারধরে ইটভাটার মালিক পক্ষ ও ম্যানেজারের দায়িত্বে থাকা ফরহাদসহ আরো কয়েকজন গুরুত্বর আহত হয়েছে। এছাড়াও এহামলায় দ্বিতীয় বার শ্রমিক আবুল কাসেম,হাসনাত,নাসিমা ও রেনু বেগমকে পিটিয়ে আহত করা হয়েছে। পরে খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশের একটি শক্তিশালী টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।


ইটভাটা মালিক মো.লিটন অভিযোগ করেন, স্থানীয় চাঁদাবাজ চক্রের হোতা মো. সুমন ও সাদ্দাম ভাটায় ইট প্রস্তুতের সময় ভাটায় গিয়ে কাজে বাধা দেন। এবং ২০ লক্ষ টাকা চাঁদা ও ৫০হাজার ইট দাবী করেন। তাদের দাবীকৃত চাঁদা ও ইট দিতে অস্বীকার করলে তারা সংঘবদ্ধ হয়ে ইটের ভাটা ভাংচুরের হুমকি দেন। হুমকি ধামকীর ঘটনায় গত ৩১ ডিসেম্বর শশীভূষণ থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। এতে ক্ষিপ্ত ওই চাঁদাবাজ চক্র সুমন ও সাদ্দমসহ তাদের দলবল।  

গত বুধবার দুপুরে ওই চক্র ট্রাক নিয়ে ভাটায় গিয়ে ইট লুটের চেষ্টা করেন। এসময় তারা জোটবদ্ধ হয়ে ২৫/৩০ জনের একটি চক্র আমার ইটভাটার অফিসে ভাংচুর করেন। এবং অফিসের আলমারিতে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকাসহ প্রয়োজনীয় আসবার পত্র লুট করে নিয়ে যান।   একই ভাবে রোববার সকালে  প্রায় ২শতাধিক বহিরাগত ভাড়া করা লোকজনসহ দ্বিতীয় দফায় আমাদের এই ভাটায় হামলা ভাঙচুর ও লুটপাট করেন। এসময় ভাটার দায়িত্বরত ফরিদ ও শ্রমিক আবুল কাশেমসহ ৬জনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন।


শশীভূষন থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!