AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াতের আমীরের আগমন ও সমাবেশ ঘিরে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৫:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
জামায়াতের আমীরের আগমন ও সমাবেশ ঘিরে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

আগামী ২৬ ফেব্রুয়ারি মানবিক বাংলদেশ গড়ার সপ্নদ্রস্টা আমিরে জামায়াত ডা.শফিকুর রহমান এর আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াত ইসলামী অফিস কার্যালয়ে, জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা মো. ইকবাল হোসাইন।

এসময় জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা আবুল বাশার বসুনিয়া, জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া সেক্রেটারি শাহীদ আল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দীন সরকার, ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি রাসেদ ইসলাম সহ অনেকে।

সংবাদ সম্মেলনে পঞ্চগড় জেলা আমির জানান, পঞ্চগড়কে একটি উন্নয়ন ও সমৃদ্ধির আদর্শ জেলা হিসেবে রুপান্তরিত করতে পারব, ইনশা-আল্লাহ। পঞ্চগড়ে থাকবেনা সন্ত্রাসীদের দৌরাত্বা চরিত্র বিধ্বংসী অশ্লীল কর্মকান্ড মাদক সেবন বিক্রি ও বিপণন, মাস্তানী দখলদারিত্ব আর চাঁদাবাজি। উন্নত চিকিৎসা ব্যাবস্থা এবং উচ্চ শিক্ষা গ্রহনের সুবিধামন্ডিত পঞ্চগড় হবে বসবাসযোগ্য, ভয়হীন বৈষম্যমুক্ত পঞ্চগড়। সেই প্রত্যাশাকে পঞ্চগড় বাসির উদ্যেশে তুলে ধরতে আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা চিনিকল মাঠে অনুষ্ঠিত হবে।


একুশে সংবাদ/বিএইচ

Link copied!