AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির সমাবেশ ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৬:১৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
বিএনপির সমাবেশ ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি

ঢাকার ধামরাইয়ে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট থেকে কালামপুর পর্যন্ত অন্তত ৭-৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 

বিকেলে ধামরাই পৌরসভার যাত্রাবাড়ি এলাকায় বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। এতে মহাসড়কে বাড়তি যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়। এ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

সড়কটিতে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে যানজটের সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে দাঁড়িয়ে রযেছে পরিবহনগুলো। দাঁড়িয়ে রয়েছে আ্যম্বুলেন্সও। যাত্রীবাহী যানবাহনগুলো থেকে যাত্রীরা নেমে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন।

কালামপুর থেকে ধামরাইয়ের উদ্যেশ্যে বাসে রওনা হয়েছিলেন পঙ্গু রমজান আলী। তবে মাঝপথে নেমে রওনা হতে হয়েছে তাকে, এরপর প্রায় দেড় কিলোমিটার হেঁটেছেন তিনি। রমজান আলী বলেন, কাজ করে বাড়ি ফিরছি। এখন এভাবেই হেঁটে যেতে হচ্ছে। 

লাইজু বেগম নামে এক নারী সিরামিক শ্রমিক বলেন, কারখানা ছুটির পর রওনা হয়েছি। বাসায় যাবো। তবে গাড়ি নেই। অফিসের গাড়ি আসতে পারেনি। তাই বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।

দলীয় সূত্র জানায়, বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃংখলার উন্নতি ও জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ জনসভার অয়োজন করেছে ঢাকা জেলা বিএনপি। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!