AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ‍্যাস সংকট কাটিয়ে ১৩ মাস পর পুরোপুরিভাবে উৎপাদন শুরু করলো যমুনা সার কারখানা


Ekushey Sangbad
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী, জামালপুর
০৬:৪৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
গ‍্যাস সংকট কাটিয়ে ১৩ মাস পর পুরোপুরিভাবে উৎপাদন শুরু করলো যমুনা সার কারখানা

গ্যাস সংকটে ১৩ মাসের বেশি সময় পর গ্যাস সংযোগ পেয়ে উৎপাদনে গিয়েছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে পুরোপুরিভাবে  উৎপাদন শুরু হয়েছে যমুনা সার কারখানায়। 

কারখানা সুত্রে জানা যায়, কারখানাটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা নিয়ন্ত্রণাধীন এবং কেপিআই-১ মানসম্পন্ন সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। প্রতিষ্ঠার শুরু থেকেই দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদন করে আসছিল কারখানাটি। কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে কারখানার উৎপাদন কমে বর্তমানে ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন করছে। গত বছরের (২৪ সাল) ১৫ জানুয়ারি থেকে যমুনার গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এরপর থেকেই যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে।

এদিকে গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করলে ইউরিয়া সার উৎপাদনের কার্যক্রম শুরু করা হয়। তবে যন্ত্রাংশের কিছুটা মেরামত করে অ্যামোনিয়া ও ইউরিয়া পুরোপুরি উৎপাদনে যেতে পারেনি। সকল কার্যক্রম শেষে রবিবার সন্ধা ৬ টার পর থেকে ইউরিয়া উৎপাদন কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ.স.ম মোসলে উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে কারখানাটিতে গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ ছিলো। গত ১৩ ফেব্রুয়ারী পূনরায় গ্যাস দেয় তিতাস। সকল কার্যক্রম শেষ করে রবিবার সন্ধ্যায় ৬ টার পর থেকেই পুরোপুরিভাবে উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!