সিরাজগঞ্জে একই দিনে দুই উপজেলা থেকে তিন যবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিনে সকাল ৭ টার দিকে রায়গঞ্জের একটি ধানখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
তারা হলেন- বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভষ চন্দ্র সাহা, একই উপজেলার শাহপুর গ্রাম থেকে বগুড়া জেলার ধূনট থানার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন এবং রায়গঞ্জের একটি ধান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন ও রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
থানা সুত্রে জানাযায়, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রাম থেকে সুভাষ চন্দ্রের মরদেহ একটি গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ও আব্দুল মমিন নামের এক শ্রমিকের মরদেহ তাঁতে তেনা পেছানো মেশিনের সাথে জড়ানো অবস্থায় এবং অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়।
অপরদিকে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, অজ্ঞাত নিহত এক যুবকের লাশ পাওয়ার সংবাদ শুনেছি। আমি রাজশাহীতে একটি মিটিং রয়েছি থানাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মৃত ওই ব্যক্তির পরিচয় জানাযায়নি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :