AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন, ৭০টি রিসোর্ট পুড়ে ছাই


Ekushey Sangbad
রাঙামাটির জেলা প্রতিনিধি
০৭:০৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন, ৭০টি রিসোর্ট পুড়ে ছাই

রাঙামাটির সাজেক ভ্যালিতে লাগা আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জানা গেছে, আগুনে সাজেকের ৬০-৭০টি রিসোর্ট ও ৮টি রেস্টুরেন্ট পুড়ে গেছে।

জানা যায়, দুপুর ১টার দিকে সাজেকের রুইলুই এলাকায় অবস্থিত কটেজপল্লীর অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটনকেন্দ্রের আশপাশে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যেতে থাকে একের পর এক কটেজ। সেনাবাহিনী ও স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।

সাজেক ভ্যালিতে রিসোর্টে ভয়াবহ আগুন

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানিয়েছেন, এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। খাগড়াছড়ি সদর থেকে দুইটি ইউনিট এবং দীঘিনালা থেকে একটি ইউনিট সাজেকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া রাঙামাটি থেকে আরও একটি ইউনিট পথে রয়েছে। তবে ফায়ার সার্ভিস এলেও সাজেকে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, এখনো কতটা পুড়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে আনুমানিক ৬০-৭০টি রিসোর্ট ও ৮টি রেস্টুরেন্ট আগুনে পুড়ে গেছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের তীব্রতা কমেছে। পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর সঙ্গে কথা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হবে। ইতোমধ্যে হেলিকপ্টার রওনা দিয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!