ফরিদপুরের ভাঙ্গায় ব্যাটারি চালিত অটোরিকশা চালকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ার) দুপুরে ফরিদপুরের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ অশোক কুমার দত্ত দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস জানান।
সাজাপ্রাপ্তরা হলেন- ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী এলাকার ওহাব শেখের ছেলে আয়নাল শেখ, একই এলাকার তৈয়ব মুন্সীর ছেলে স্বপন মুন্সী ও বাকী মাতুব্বরের ছেলে আলামিন মাতুব্বর। তাদের মধ্যে আলামিন মাতুব্বর পলাতক রয়েছেন।
আদালত ও মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১২ জানুয়ারি সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী এলাকার বেলায়েত মুন্সীর ছেলে শাহাদাৎ মুন্সী (১৫) ভাড়ায় অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। একদিন পর পাশের নগরকান্দা উপজেলার বাসাগাড়ী এলাকায় গলায় গামছা পেঁচানো অবস্থায় শাহাদতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভাই আবু সাঈদ বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, এ রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :