AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনায় পাউবোর প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা


খুলনায় পাউবোর প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হয়।  


মামলার আসামিরা হলেন পাউবোর যান্ত্রিক ওয়ার্কশপ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত অগ্নিহোত্র, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পলাশ এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন বাবুল এবং উপ-সহকারী প্রকৌশলী রায়হান আলী।  


দুদকের তদন্তে উঠে এসেছে, পাউবোর খুলনা যান্ত্রিক বিভাগের অধীনে একটি প্রকল্পের কাজ সম্পন্ন না করেই ৩২ লাখ ৯৬ হাজার টাকার চূড়ান্ত বিল জমা দেওয়া হয়। তবে তদন্তে দেখা গেছে, প্রকৃতপক্ষে মাত্র ২ লাখ ৯ হাজার টাকার কাজ হয়েছে। এর আগে ১৫ লাখ টাকার বিল উত্তোলন করা হয়। অর্থাৎ, কাজ না করেই ১২ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে এবং আরও ১৭ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের চেষ্টা চলছিল।  


দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র এ মামলা দায়ের করেন। দুদকের ৪ সদস্যের টিম গত ২১ জানুয়ারি নগরীর জোড়াগেটে অবস্থিত যান্ত্রিক ওয়ার্কশপ পরিদর্শন করে এ তথ্য উন্মোচন করে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!