চট্টগ্রামের বোয়ালখালীতে বিষপানে সুবাইতা নাহিন (১৮) নামে এক কিশোরীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাহিনকে মৃত ঘোষণা করেছেন। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে নিজ শয়ন কক্ষে সে বিষপান করেছিল।
নাহিন উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের খিতাপচর গ্রামের আদু খাঁ বাড়ির মো. মনিরুল ইসলামের মেয়ে। নাহিনের মা হাসিনা বেগম হাসান বেগম জানান, উপজেলার পশ্চিম শাকপুরা ৪ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছি। নাহিন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজের শয়ন কক্ষে সকলের অগোচরে বিষপান করে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাকে চমেক হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডের জরুরি বেডে ভর্তি করা হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :