AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা তৃতীয় দিনের কমপ্লিট শাটডাউনে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৪:০৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
টানা তৃতীয় দিনের কমপ্লিট শাটডাউনে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

টানা তৃতীয় দিনের মতো পাঁচদফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করার ইন্টারনেট চিকিৎসকরা।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সাথে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও।


এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রী ব্যতিত কেউ নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার না করা, বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করা, এমটিএস ও নিন্মমানের মেডিকেল কলেজ বন্ধ করা ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ইন্টার চিকিৎসকদের  এই কর্মসূচি।

চিকিৎসকরা বলছেন, তাদের এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ডাক্তারদের কর্ম বিরতিতে রোগী ভোগান্তিসহ অনাকাঙ্ক্ষিত  পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলো দাবি করেন তারা।

তবে রামেক কর্তৃপক্ষ বলছেন, রোগী সেবা নিশ্চিত করতে মিড লেবেল ও সিনিয়র চিকিৎসকদের নিয়ে কাজ চলছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!