নওগাঁর নিয়ামতপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৭২০ জন সুফলভোগীদের মাঝে হাঁস ও হাঁসের উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সকাল ১০ টায় নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে এসব বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগীদের মাঝে হাঁস ও হাঁসের উপকরণ তুলে দেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :