AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেল ৪ হাজার রোগী


Ekushey Sangbad
মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর
০৫:৫৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
সদরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেল ৪ হাজার রোগী

ফরিদপুরের সদরপুরে ৪ হাজার দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয় ও চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলার দূরদূরান্ত হতে মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসেন এখানে।  সকাল ১০টায় চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয় সভাপতি আলহাজ শাহ্ আলম রেজা ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, দিনব্যাপী  অসহায়, গরিব, দুস্থ ও শিশু রোগীদের ৩৫ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসকগণ  বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। এছাড়াও রোগ নির্ণয়ের পর তাদেরকে বিনামূল্যে ওষুধ ও দেয়া হয়েছে।

এই চিকিৎসাসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ফাউন্ডেশনের নিজস্ব ১৫ শত স্বেচ্ছাসেবী কাজ করেছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!