ময়মনসিংহের নান্দাইলে আনন্দঘন পরিবেশে কয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি )কয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো.জহিরুল ইসলাম রতন।
কয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম হিমেলের সার্বিক তত্বাবধানে ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সাকের আহমেদ, মো. ছানাউল্লাহ, সুকন মিয়া, আমিনুল ইসলাম রতন, খারুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. তাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি জহিরুল ইসলাম রতন বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধন করতে পারে।মেধাশক্তি বিকশিত হয়। সেই লক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হযেছে। এর আগে সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
১৫ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এরমধ্যে ছিল বিস্কুট দৌড়, মোরগের লড়াই, গুপ্তধন উদ্বার,মেধা যাচাই,দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, স্মৃতি পরীক্ষা, অন্ধের ঘন্টি ও অভিভাবকদের জন্য আসন বদল প্রভৃতি। প্রতিযোগিতা শেষে বিকালে প্রধান অতিথি মো. জহিরুল ইসলাম রতন বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :