"সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন অঙ্গীকার" এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫ তম জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পঞ্চগড় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন বাহিনীর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ। পরে সরকারি অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
পঞ্চগড় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বীর সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে অতিথিরা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে কার্যকর ভূমিকা রেখেছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাহিনীর সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং আনসার ও ভিডিপির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে ভাল কাজের স্বীকৃতি হিসেবে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার হিসেবে বাই সাইকেল, সেলাই মেশিন, রাইসকুকার, ছাতা ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে, অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে প্রজেক্টরের মাধ্যমে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :