AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইন নিজের হাতে তুলে নেবেন না, জনগণকে স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
সাভার উপজেলা প্রতিনিধি, ঢাকা
০১:৩০ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
আইন নিজের হাতে তুলে নেবেন না, জনগণকে স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে।

আজ বুধবার সকালে সাভারের রাজালাখে হার্টিকালচার সেন্টারে ‘কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ছিনতাইকারী সন্দেহে রাজধানীর উত্তরায় দুজনকে ঝুলিয়ে রাখা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি দেশের জনগণকে বলব, আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না। আর পুলিশকে বলব, তারা আরও বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য। যেন এই ধরনের ঘটনা না ঘটে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যাও বাড়ানো হবে।’

কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকেরাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!