গাজীপুরের কালীগঞ্জ পৌর সভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দলের পৌর সভা শাখার দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাক্ষরিত লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে জড়িত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমান পাওয়ায় তাকে দলের পৌর সভার ৯ নং ওয়ার্ড বিএনপি`র সভাপতির পদ ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরোও উল্লেখ করা হয়, বহিষ্কৃত জাকির হোসেনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। নেতৃবৃন্দকে তার সাথে সকল প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ পৌর শাখার সভাপতি মোহাম্মদ হোসেন আরমান ও সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান সদ্য বহিষ্কৃত জাকির হোসেনের বহিষ্কার আদেশ ইতোমধ্যে কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এদিকে, বহিষ্কারের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে এ বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :