AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার


চাঁদপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর মরদেহ ফ্লোরে ও স্বামীর মরদেহ রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর শহরের ১০ নাম্বর ওয়ার্ড পালপাড়া শাহজাহান পাটওয়ারীর বাড়ির দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তার (৩৫)। তারা ওই ভবনের দ্বিতীয় তলায় ৫-৬ মাস ধরে ভাড়া থাকতেন। স্ত্রী একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

ভবনের মালিক শাহজাহান পাটোয়ারী জানান, সবুজ আহমেদ ও শিউলী আক্তার ৫-৬ মাস ধরে ভাড়া থাকতেন। দুপুরে শিউলী আক্তারের মা দরজা খোলা না পেয়ে আমাদের জানায়। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, প্রথমে ৯৯৯ কল আসে। পরে থানার উপপরিদর্শক সফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়।

সফিকুল ইসলাম একুশে সংবাদের জেলা প্রতিনিধি‍‍`কে বলেন, রুমের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করি এবং প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। তবে সবুজের স্ত্রী শিউলীর গলায় আঘাতের চিহ্ন ও মুখ দিয়ে ফেনা বেরচ্ছিল।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!