AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে ছিনতাইকারীর কবলে শিক্ষার্থী


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:৩৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
রাজশাহীতে ছিনতাইকারীর কবলে শিক্ষার্থী

রাজশাহী মহানগরের নিউ গভ. ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র রনি হোসেন (২৫) ছিনতাইয়ের শিকার হয়েছেন। শিক্ষার্থীর বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। ছিনতাইয়ের শিকার হওয়ার পর তিনি রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রনি লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় চা পান করার পর মাদ্রাসা মাঠের পাশ দিয়ে হেঁটে আসছিলেন। ঐ সময় দুই ব্যক্তি তার পথরোধ করে এবং বলতে থাকে, ‘এই, তোর পকেটে কী আছে? তোর পকেটে অবৈধ জিনিস আছে।’

তখন কথা-কাটাকাটির একপর্যায়ে রনির গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে তার মানিব্যাগ কেড়ে নেয়। ছিনতাইকারীরা মানিব্যাগে থাকা ৪,২০০ টাকা নিয়ে যায় এবং ১০০ টাকা রেখে দেয়। যাওয়ার সময় বলে যায়, ‘প্রাণভিক্ষা দিলাম, কাউকে বলবি না।’

রনি জানান, ছিনতাইয়ের পর তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে গিয়েছিলেন। সেখানে তাকে রাজপাড়া থানায় অভিযোগ করতে বলা হয় এবং তিনি সেখানে গিয়ে অভিযোগ করেন। তিনি অভিযোগ করেছেন, সন্ধ্যার পর পুলিশ তৎপর না থাকলে এই ধরনের ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং ঐ এলাকায় টহল আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!