ফলাফলই বড় কথা নয়, অংশগ্রহনই বড় কথা। সুনাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি সমাজের অনেক বিষয় জানতে হবে। সত্যিই আজ আমি আনন্দিত। আমাদের এই প্রতিষ্ঠানে বিগত ৭/৮ বছর এ ধরনের কোন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না। আগামীতে আমি এই কলেজের সভাপতি না থাকলেও আমি আপনাদের পাশে থাকবো।
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কাশিয়ানী এম এ খালেক ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সেলিমুজ্জামান এসব কথা বলেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কাশিয়ানী এমএ খালেক ডিগ্রী কলেজ সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভার আয়োজন করে।
কলেজ অধ্যক্ষ কেএম মাহমুদের সভাপতিত্বে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা, বিশিষ্ট কলাম লেখক সাবরিনা বিনতে আহমেদ, পাট অধিদপ্তরের উপ সচিব ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ ফারুক আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত, অফিসার ইনচার্জ মোঃ শফিউদ্দিন আহম্মেদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ সোহানুর রহমান সরদার।
সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :