AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘‘মহান স্বাধীনতা সংগ্রাম ও বীর নারীদের বিজয়গাঁথা” গ্রন্থের মোড়ক উন্মোচন


Ekushey Sangbad
মধ্যনগর উপজেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
০৬:৪২ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
‘‘মহান স্বাধীনতা সংগ্রাম ও বীর নারীদের বিজয়গাঁথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ উপলক্ষে  কবি,গল্পকার, ঔপন্যাসিক ও গবেষক গুলশান আরা রুবী রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা গ্রন্থ ‍‍` মহান স্বাধীনতা সংগ্রাম ও বীর নারীদের বিজয়গাঁথা ‍‍` বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায়,  অমর একুশে গ্রন্থমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী ও লেখক বায়জীদ মাহমুদ ফয়সলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী। অনান্যদের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক ও কবি মাহবুবা বেগম, কবি মধুমিতা ফালগুনী,কবি তারিকুল ইসলাম, কবি শায়েখ সোয়েব,কথাসাহিত্যিক দিলদার উদ্দিন, কবি রুহুল মাহবুব ও সাংবাদিক আল-আমিন সালমান।

এছাড়াও বইটিতে থাকছে বাঙালির স্বাধীনতা সংগ্রামের নারী অবদানের অজানা অনেক ইতিহাস। এর পূর্বেও লেখক মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। যেগুলো বিগত সময়ে বেশ পাঠকপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০ টিরও বেশি। গ্রন্থটি অমর একুশে গ্রন্থমেলার পাণ্ডুলিপি প্রকাশনের ৩০৩ নম্বর স্টলে ও অনলাইন বিপনী বিতান রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

বইটিতে লেখক মহান স্বাধীনতা সংগ্রামের নারী মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও মুক্তিযুদ্ধের নারী সংগঠকদের গল্প ও জীবনি তুলে ধরেছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!