পটুয়াখালীর বাউফল উপজেলায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ডেভিল হান্ড অভিযানে নারীসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মধ্যে উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদের সদস্য জসিম মোল্লা ও মদনপুরা ইউনিয়নের এক ব্যবসায়ীকে ডেভিল হান্ডে গ্রেফতার করা হয়।
এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত এক নারীসহ দুইজন, সাজাপ্রাপ্ত একজন, দাসপাড়া ইউনিয়নের মারামারি মামলার একজন, মাদক মামলার একজন ও বাউফল পৌর শহর থেকে ৩৪ ধারায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :