ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কানারামপুর- ত্রিশাল সড়কে চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর মাইজপাড়া কুড়েরপাড় এলাকায় দুর্ঘটনা ঘটে। মুজিবুর রহমান (৫৮) নামে সাবেক এক ইউপি সদস্য রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন।
নিহত মুজিবুর রহমান চরশ্রীরামপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি চরবেতাগৈর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক তিনবারের ইউপি সদস্য।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চরশ্রীরামপুর মাইজপাড়া কুড়েরপাড় এলাকায় চা স্টলে চা খেয়ে বাড়ির উদ্দ্যেশ্যে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
এসময় আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ, সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :