ময়মনসিংহের নান্দাইলে সিংরইল বায়তুল হুদা মাদ্রাসায় ১২ জন ছাত্রকে কোরআনের সবক প্রদান করা হয়েছে।
মাদরাসার মোহতামিম হাফেজ রাকিবুল হাসান গাজীর সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সবক গ্রহণকারী ছাত্রদের আয়োজনে সিংরইল ইউনিয়নের আগপাড়ায় সিংরইল বায়তুল হুদা মাদ্রাসায় কোরআনের সবক প্রদান করা হয়।
মাওলানা আলী আলী আহমদের সভাপতিত্বে হাফেজ সাফিম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছাত্রদের সবক প্রদান করেন হাফেজ আবুল ফাত্তাহ ফরহাদ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হুদা,মুফতি তারিক জামিল, দেলোয়ার হোসেন রিয়াজি।
সিংরইল বায়তুল হুদা মাদরাসার মোহতামিম হাফেজ রাকিবুল হাসান গাজী বলেন,মাদ্রাসার যে সকল ছাত্ররা সারা বছর নূরানী বিভাগের কায়দা ও আমপারা শেষ করে কুরআন পড়ার উপযুক্ত হয়েছে তাদেরকে এই কোরআনের সবক প্রদান করা হয়েছে।
ছবক প্রধান অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআন শিক্ষা সবার ঘরে পৌঁছে দিতে হবে তাহলে এ সমাজ থেকে সকল খারাপি দুর হবে। সামনে রমজান মাস, রমজান মাস হল কোরআন নাজিলের মাস।তাই এই মাসে যেন ছাত্ররা বেশী করে কোরআন তেলাওয়াত করতে পারে সেজন্য আমাদের এগিয়ে আসা উচিত।ছবক প্রদান অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :