গাজীপুরের কালীগঞ্জে চরকা টেক্সটাইলের বাস আগুনে ভস্মিভ‚ত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় বাসে প্রায় ৪০-৪৫ জন শ্রমিক ছিল বলে স্থানীয়রা জানায়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধা সোয়া ছয়টায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম বাজার এলাকায় বাসটি পৌছলে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাসটি ৫ টায় অফিস ছুটির পরে পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় অবস্থিত প্রাণ-এরএফএল এর অঙ্গ প্রতিষ্ঠান চরকা টেক্সটাইলের শ্রমিকদের নিয়ে গাজীপুরে যাচ্ছিল। আগুনে ভস্মিভ‚ত বাসের নাম্বার ঢাকা মেট্রো-ব ১১-৭১৫০।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাজারের ব্যবসায়ী মো. লোকমান হোসেন জানায়, বাসটিতে চলমান অবস্থায় আগুন লাগে। বাস হতে যাত্রীরা তড়িঘড়ি করে নামার সময় একাধিক যাত্রী আহত হয়। আগুন লাগার পরেই বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। দোকানদার ও পথচারীরা পানি ও বালি দিয়ে আগুন নিভাতে সামর্থ হলেও ততক্ষণে বাসটি পুড়ে ছাই।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার ইনচার্জ মোঃ আবু বকর বলেন, ৯৯৯ ফোন পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌছে। প্রাথমিকভাবে সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা যায়। তবে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে পেরে রাস্তার পাশের দোকানের ক্ষয়ক্ষতি হয়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :